শুক্রবার, ৩১ জুলাই ২০২০

বাহারছড়া বাসীকে মোহাম্মদ আলমের ঈদ শুভেচ্ছা

Home Page » বিবিধ » বাহারছড়া বাসীকে মোহাম্মদ আলমের ঈদ শুভেচ্ছা
শুক্রবার, ৩১ জুলাই ২০২০



---

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলাধীন বাহারছড়া ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলম। শুক্রুবার(৩১ জুলাই) মোহাম্মদ আলম তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ইউনিয়ন বাসীকে এই শুভেচ্ছা জানান।

ফেসবুক স্ট্যাটাসে বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলম বলেন, “সুমহান ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত হলো পবিত্র ঈদ-উল আযহা। মহান রাব্বুল আলা-মিনের সন্তুষ্টি অর্জনে পশু কোরবানির মধ্য দিয়ে সৃষ্টিকর্তার প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপন করা, যা ত্যাগের মহিমায় ভাস্বর। তাই কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়।”

তিনি আরো বলেন,”এবারের ঈদ-উল-আযহা এমন এক পরিস্থিতিতে উদযাপিত হতে যাচ্ছে, যখন সমগ্র বিশ্ব কোভিড-১৯ মহামারীর প্রকোপে তটস্থ। এই পরিস্থিতিতে পরিবেশ দূষণ রোধকল্পে ও জনস্বাস্থ্য সুরক্ষায় নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইয়ের পাশাপাশি নির্ধারিত স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। এছাড়া পশু কোরবানির মাধ্যমে আত্মত্যাগের পাশাপাশি আমাদের সকলের আত্ম সচেতনতার শিক্ষা গ্রহণ করা দেশ ও জাতি উভয়ের জন্য মঙ্গলজনক। একই সাথে শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহার নামাজ আদায় ও আনন্দ উপযাপনের জন্য প্রিয় বাহারছড়া বাসীর প্রতি বিনীতভাবে অনুরোধ করছি।”

এ সময় মোহাম্মদ আলম মহান সৃষ্টিকর্তার নিকট দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পুনরায় ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৭:৪১:২৭   ৬৮৩ বার পঠিত   #