শুক্রবার, ৩১ জুলাই ২০২০

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা এবং দুঃস্থদের প্রতি সমবেদনা জানালেন ঢাবি ছাত্র মাসুদ

Home Page » শিক্ষাঙ্গন » দেশবাসীকে ঈদের শুভেচ্ছা এবং দুঃস্থদের প্রতি সমবেদনা জানালেন ঢাবি ছাত্র মাসুদ
শুক্রবার, ৩১ জুলাই ২০২০



ফাইল ছবি

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা এবং চলমান দুর্ভোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা পোষণ করলেন ঢাবি শিক্ষার্থী মাসুদ রানা।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী মাসুদ রানা। সেই সাথে চলমান মহামারী সংকট, আগ্রাসী বন্যায় দুর্ভোগে পড়া মানুষদের জন্য সমবেদনাও পোষণ করেন তিনি। এ অবস্থায় সবাইকে হাতে হাত রেখে ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। মানুষ মানুষের জন্য। বিত্তশালীরা বিপদকালে, সংকটের সময় অস্বচ্ছলদের পাশে দাঁড়াবে, তাদের বিপদে-আপদে সর্বদা পাশে থাকবে এটাই তো সমাজের নিয়ম হওয়া উচিত। তাই সবার প্রতিই পারস্পরিক সাহায্য ও ভালোবাসাময় দৃষ্টিভঙ্গিতে একসঙ্গে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন তিনি। মাসুদ রানা আরও বলেন, আল্লাহ সবার কোরবানিকে কবুল করুক ; দেশ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক, অর্থনীতি সচল হোক, জাতি করোনা ও বন্যা থেকে দ্রুত নিস্তার লাভ করুক এটাই আমার কামনা। পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুত্বতাও কোরবানি হোক। ‘

মাসুদ রানা

বাংলাদেশ সময়: ১০:২৬:৫০   ৪৭৮ বার পঠিত   #