শুক্রবার, ৩১ জুলাই ২০২০

কবি বাবলী খান এর কবিতা প্রেম ও মায়া

Home Page » সাহিত্য » কবি বাবলী খান এর কবিতা প্রেম ও মায়া
শুক্রবার, ৩১ জুলাই ২০২০



মায়া

পৃথিবীতে সব প্রেম ভালবাসা
এই আছে ,এই নাই —।
মায়া আছে বলেই তো পৃথিবী হাসে
মা হাসে , বাবা হাসে ,হাসে ভাই বোন
হাসে বন্ধু বান্ধব ,আত্নীয় স্বজন ।
প্রেম হলো মোমবাতি
ক্ষণিকের মিষ্টি আলোর স্নিগ্ধতা ছড়ায় –।
ভালবাসা আকাশের মতই নীল –
কখনো থাকে মেঘ ,কখনো রংগীন ।
ভালবাসার নীল আকাশে উড়া যায়,
ভালবাসার মোহ কেটে গেলে —
কখনো বা ভালবাসার উড়া থেমে যায় !
প্রেমের মালা যে পড়েছে গলায় —
জীবণের ঘূর্ণি ঝড়ে –
সে মালা কখনও বা যায় ছিঁড়ে ।
কিন্তু মায়া এমনই এক অদৃশ্য বন্ধন
যা মনের গভীরে লুকিয়ে থাকে আজীবন ,
মায়ার নামই মায়া, চিরবন্ধন ।
মায়ার অনলে কেউ যায় না পুড়ে
মায়া বাস করে গহীন অন্তরে
মায়ার বন্ধন এমনই মায়া চিরবন্ধন
মায়ার দরজা কখনো বন্ধ করা যে  যায়না —,
মায়া হলো কঠিন শক্ত ইস্পাতদূর্গ,
কোন ভাবেই সে দূর্গ হতে বের হওয়া যায়না ।
মায়া আছে বলেই বাবার সাথে পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে –,
মায়া আছে বলেই পৃথিবীর প্রতিটি মা
তার সন্তানকে বুকে আগলে রাখে , মহাসমুদ্র প্রবল ঘূর্ণিঝড়ে ।

কবি বাবলী খান

বাংলাদেশ সময়: ১:৫৭:১০   ৮১০ বার পঠিত   #  #  #  #  #