বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

ভাঙ্গায় ৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার-১

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার-১
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০



মাদক ব্যবসায়ী সবুজ মাতুব্বর
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় ৭০ পিস ইয়াবা সহ সবুজ মাতুব্বর (৩০) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার পুলিয়া বাজার সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
সবুজ মাতুব্বর উপজেলার মধ্য ব্রাক্ষ্মণপাড়া গ্রামের মালেক মাতুব্বরের ছেলে ও স্থানীয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
পুলিশ সুত্রে জানা যায়, সবুজ মাতুব্বর দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল্লাহ আজিজ, এএসআই রুবায়েত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় কালু সরদার, চুন্নু শেখ সহ আরও দুই-তিন জন ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এ ঘটনায় সবুজ মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। পলাতকদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:২৪   ৭৯৩ বার পঠিত   #  #  #