বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

জাইর বলেছিল ‘ছোট ফ্লু’ ব্রাজিলে মৃত্যুর সংখ্যা এখন ৯০ হাজার

Home Page » এক্সক্লুসিভ » জাইর বলেছিল ‘ছোট ফ্লু’ ব্রাজিলে মৃত্যুর সংখ্যা এখন ৯০ হাজার
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০



সংগৃহীত ছবি-ব্রাজিলে করোনায় মৃত্যু     স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: প্রাণঘাতী করোনা ভাইরাসকে অবজ্ঞা করে ‘ছোট ফ্লু’ বলেও আখ্যায়িত করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৬৯ হাজার ৭৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড।  ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৫ জন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে এ পর্যন্ত ২৫ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯০ হাজার ১৩৪ জন।

জুলাইয়ের শুরু থেকে ব্রাজিলে প্রতিদিনই প্রায় এক হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। এছাড়া জুনের মাঝামাঝি সময় থেকে ব্রাজিলে প্রতিদিন ৩০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। করোনা পরিস্থিতি ভালোভাবে সামলাতে না পারায় সমালোচিত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।  তবে এ মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। দুই সপ্তাহের বেশি সময় কোয়ারেন্টাইনে থাকার পর সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ব্রাজিলের এই ডানপন্থী প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১১:৪০:৩১   ৬৬৩ বার পঠিত   #  #  #  #