মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
দুর্নীতি প্রমাণিত! ১ যুগের কারাদণ্ড পেলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব!!
Home Page » প্রথমপাতা » দুর্নীতি প্রমাণিত! ১ যুগের কারাদণ্ড পেলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব!!ইনাম মাহমুদ রিমন,প্রতিবেদক,বঙ্গ-নিউজঃ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির সাতটি অভিযোগের সব কটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবির কোটি কোটি ডলার তছরুপের প্রথম মামলায় দোষী সাব্যস্ত হলেন নাজিব।
কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজলান মোহাম্মদ গাজ্জালি আজ নাজিবকে দোষী সাব্যস্ত করে রায় দেন।
রায়ে বিচারক গাজ্জালি বলেন, ‘এই মামলায় সমস্ত তথ্য-প্রমাণ বিচার করে দেখা গেছে, রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে।’
নাজিব তাঁর বিরুদ্ধে আনা বিশ্বাসভঙ্গ, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি মামলার শুনানিতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেন।
দোষী সাব্যস্ত হওয়ার পর এখন নাজিবের সাজা ঘোষণা করা হবে। তাঁর এক দশকের বেশি মেয়াদে কারাদণ্ড হতে পারে।
নাজিবের আইনজীবীরা সাজা ঘোষণা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন।
নাজিব ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলাকে মালয়েশিয়ার বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী তৎপরতার জন্য একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০:৪৩:৪৫ ৬৮২ বার পঠিত #কারাদণ্ড #দুর্নীতি #নাজিব #প্রধানমন্ত্রী #মালেশিয়া