মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

ভাঙ্গায় ব্যক্তিগত উদ্যোগে মাছ চাষ, বন্যার পানি নিয়ে শঙ্কায় চাষীরা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ব্যক্তিগত উদ্যোগে মাছ চাষ, বন্যার পানি নিয়ে শঙ্কায় চাষীরা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০



চাষের উদ্দেশ্যে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে (বামে) ‘আমাদের অধিকার’ সংগঠনের সদস্যবৃন্দ (ডানে)
ব্যুরো চিফ, ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামে ব্যক্তিগত উদ্যোগে চলছে মাছ চাষ। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে শ্লোগান নিয়ে গড়ে ওঠা নতুন এক সংগঠন ‘আমাদের অধিকার’ প্রতিষ্ঠা করে, এলাকার যুবকদের নিয়ে মাছ চাষ করছেন কেএম আব্দুল্লাহ আল মামুন ওরফে কাজী মামুন। তবে, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় মাছ চাষে ক্ষতির আশঙ্কা করছেন তারা।
সরেজমিনে জানা যায়, বাংলাদেশ বর্তমানে মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বর্ষা মৌসুমে পাট কাটার পরে বেকার থাকেন গ্রামের তরুণ ও যুবকেরা। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য সংগঠনের সদস্যদেরকে মাছ চাষের প্রতি উদ্বুদ্ধ করেন কাজী মামুন। উপজেলার বড়দিয়া গ্রামের কৈখালী ব্রীজ সংলগ্ন এলাকাজুড়ে ঘের দিয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন মামুন সহ তার সংগঠনের সদস্যরা।
এ বিষয়ে কেএম আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, আমি বিভিন্ন স্থানে চলা বা ঘোরাফেরা করেছি। বর্ষার সময়ে আমাদের যুবসমাজ বেকার থাকে। যুবসমাজের বেকারত্ব থাকা সময়ে করনীয় হিসেবে মাছ চাষের বিষয়টি ভাবতে থাকি। এরপরে এখানে যুবসমাজকে জানালে তারা সাড়া দেয়। আমরা ইতোমধ্যে প্রায় ৩০ লাখের মত মাছ ছেড়ে দিয়েছি।
তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, বন্যা পরিস্থিতি আরও বেড়ে গেলে আমাদের ক্ষতি হবে। আর যদি এরকম কিছু ঘটে যায় তাহলে, আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৮:৪০:২২   ৬০৩ বার পঠিত   #  #  #  #