মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

ঝিনাইদহে করোনা রুগিদের জন্য ১০ লক্ষ্য টাকা দামের দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন দিলেন এমপি তাহ্জীব সিদ্দিকী সমি

Home Page » সারাদেশ » ঝিনাইদহে করোনা রুগিদের জন্য ১০ লক্ষ্য টাকা দামের দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন দিলেন এমপি তাহ্জীব সিদ্দিকী সমি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০



ফাইল ছবি

 স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ-

ঝিনাইদহে করোনা হাসপাতালে করোনা রুগিদের জন্য উন্নত মানের দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানোল মেশিন দিলেন ঝিনাইদহ ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব তাহ্জীব সিদ্দিকী সমি, এই মেশিন ভেন্টিলেটর এর বিকল্প হিসাবে কাজ করবে, করোনা রুগিদের প্রধান সমস্যা হলো শ্বাসকষ্ট এই শ্বাসকষ্টের সময় অক্সিজেন ছাড়া দ্বিতীয় কোন চিকিৎসা নেই।

এর আগে ঝিনাইদহ করোনা হাসপাতালে যে প্রযুক্তি ছিলো সেটা দিয়ে মিনিটে ৫ লিটার অক্সিজেন সরবরাহ করা যেত নতুন এই মেশিন দিয়ে এখন থেকে মিনিটে ৭০ লিটার অক্সিজেন সরবরাহ করা যাবে বলে জানান সিভিল সার্জন ডা.সেলিনা বেগম ,

এই মেশিন এমপি সমি সিদ্দিকী’ পক্ষ থেকে সিভিল সার্জন সেলিনা বেগমের নিটক হস্তান্তর করেন ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সভাপতি ঝিনাইদহ জেলা স্বাস্থ্য কমিটির সদস্য জীবন কুমার বিশ্বাস এবং যুবলীগ নেতা আলহাজ্ব বাসের আলম সিদ্দিকী, এ সময় আরে উপস্থিত ছিলেন,

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুনুর রশিদ, ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ও করোনা সেলের মূখপাত্র, ডা. জাকির হোসেন, মেডিসিন কনসালটেন্ট ও প্রধান সমন্বয়কারী কোভিট১৯ প্রতিরোধ কমিটি।

বাংলাদেশ সময়: ০:৫৭:৪৮   ৬২৯ বার পঠিত   #  #  #  #