সোমবার, ২৭ জুলাই ২০২০

মধ্যনগরে পানিতে ডোবে শিশুর মৃত্যু

Home Page » সারাদেশ » মধ্যনগরে পানিতে ডোবে শিশুর মৃত্যু
সোমবার, ২৭ জুলাই ২০২০



---বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগরে পানিতে ডুবে নিভা নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে, মধ্যনগর থানার বংশিকুন্ডা (দঃ) ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা জাহানঙ্গীর আলমের মেয়ে। দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল নিভা। তার পরিবারের লোকজন বাড়ির আঙ্গিনায় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। দুপুর ১ টার দিকে বাড়ির সামনের ডোবা থেকে তাকে ভাসমান অবস্থায় মৃত লাশ উদ্ধার করা হয়েছে।

এ সময় তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশ সময়: ৯:২০:৪৭   ৬৯৯ বার পঠিত   #  #  #  #