সোমবার, ২৭ জুলাই ২০২০
মাত্র ১৬ দিনে রেকর্ড গতিতে রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধারা
Home Page » অর্থ ও বানিজ্য » মাত্র ১৬ দিনে রেকর্ড গতিতে রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধারা
প্রতিবেদক বঙ্গনিউজঃ
নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ। কিন্তু তারপরও আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে রেকর্ড গতিতে রেমিট্যান্স পাঠাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। চলতি মাসের প্রথম ১৬ দিনেই বৈধ পথে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা।
চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে ধীরে ধীরে অচল হয়ে পড়তে শুরু করে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশ। বন্ধ হয়ে যেতে থাকে কলকারখানা থেকে শুরু করে সকল প্রতিষ্ঠান। গত মার্চ ও এপ্রিল মাসে করোনার তাণ্ডব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে কর্মহীন হয়ে পড়েন বহু প্রবাসী শ্রমিক। এরপর মে মাস থেকে সংক্রমণের হার কমতে থাকলে অচলাবস্থা কাটিয়ে উঠতে শুরু করে অনেক দেশ। খুলে দেওয়া হয় ব্যবসা প্রতিষ্ঠান, কল কারখানা। স্বাভাবকি হতে থাকে পরিস্থিতি।
এতে আবারও কাজে ফিরতে শুরু করেন প্রবাসী শ্রমিকরা। দেশে আসতে শুরু করে রেমিট্যান্স। ধীরে ধীরে বাড়তে থাকে এর প্রবাহও। যার ধারাবাহিকতায় গত জুন মাসে প্রবাসীরা দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠান। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ আরো বৃদ্ধি পেয়েছে। যা অব্যাহত থাকলে চলতি মাসের শেষে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আয় হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ১৬ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৩৬ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। এ প্রবাহ অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স আয় ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর এটি যদি সত্যিই হয়, তাহলে একক মাস হিসেবে এটিই হবে সর্বোচ্চ রেকর্ড।
এর আগে গত জুন মাসে ১৮৩ কোটি ২৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা) রেমিট্যান্স আহরণ করেছিলো বাংলাদেশ। যা একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ। তার আগে গত বছর মে মাসে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিলো। ওই মাসে বাংলাদেশ রেমিট্যান্স আহরণ করে ১৭৪ কোটি ৮১ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকার বেশি।
এদিকে ২০১৯-২০ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮২০ কোটি ডলার। যা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। এর আগে গত ২০১৮-১৯ অর্থ বছরে রেকর্ড ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিলো দেশে।
বাংলাদেশ সময়: ০:২৮:১২ ৭০৩ বার পঠিত #মাত্র ১৬ দিনে রেকর্ড গতিতে রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশী