রবিবার, ২৬ জুলাই ২০২০

মধ্যনগরে কুখ্যাত মাদক ব্যবসায়ী গোপাল মাদকসহ গ্রেপ্তার

Home Page » সারাদেশ » মধ্যনগরে কুখ্যাত মাদক ব্যবসায়ী গোপাল মাদকসহ গ্রেপ্তার
রবিবার, ২৬ জুলাই ২০২০



---স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের রাঙামাটি গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী গোপাল তালুকদার (৩৫) কে ১ কেজি গাঁজা ও ১২ পিস ইয়াবাসহ গতকাল রাত ২ টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশের একটি চৌকস দল।


গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী গোপাল তালুকদার  বংশীকুন্ডা (দঃ)ইউনিয়নের রাঙামাটি গ্রামের জোগেশ চন্দ্র তালুকদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসার সাথে জড়িত।


মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ২ টার দিকে এস আই ফরহাদ, এএসআই মাহফুজ,এসআই সাইফুল, এসআই অশোক কর নেতৃত্বে মধ্যনগর থানার পুলিশের একটি দল গোপল তালুকদার কে মাদকসহ গ্রেপ্তার করে।এবং মাদকের ব্যাপারে মধ্যনগর থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে আছে। যারা এই ধরনের অবৈধ মাদকের সাথে জড়িত এদের গ্রেপ্তারে মধ্যনগর থানা পুলিশ সবসময় মাঠে তৎপর আছে।

বাংলাদেশ সময়: ১২:৩৫:৪৫   ৯৬৩ বার পঠিত   #  #