শনিবার, ২৫ জুলাই ২০২০
ভাঙ্গায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী কোর্টপাড় খন্দকার টাওয়ারের ৩য় তলায় দেশ ডায়াগনস্টিক সেন্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সরেজমিনে, সকাল থেকেই ক্যাম্প চত্বরে রোগী ও তাদের সহযোগীরা একে একে সিরিয়াল দিতে থাকেন। এ সময় শিশু বিভাগে ডাঃ মঈনুদ্দিন সেতু, গাইনী বিভাগে ডাঃ সোনিয়া খানম, মেডিসিন বিভাগে ডাঃ নওশাদ ও ডাঃ শরিফুল এবং ডেন্টাল বিভাগে ডাঃ মামুন চোকদার সহ উপজেলা ছাত্রলীগের প্রায় ২৫জন নেতা-কর্মীরা সেবা প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান এনামুল হক অপু , ভাঙ্গা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহীন, সাংগঠনিক সম্পাদক সালমান মুন্সী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মোল্লা সনেট, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ওসমান মাতুব্বর, সজিব মুন্সি, সার্বিক সহোযোগিতায় ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা আবীর মুন্সী বিতু, মাহামুদুল হাসান লিয়ন, মোঃ বায়েজিদ, নাহিন নেওয়াজ শোয়েব, কাজী রেফায়েত উদ্দিন মুন্না, রাজু, রবিউল প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মেডিকেল ক্যাম্পে প্রায় ২৫০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। দেশে বিদ্যমান করোনা ও বন্যার পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পেরে সন্তষ প্রকাশ করেছেন সেবা গ্রহণকারীরা।
বাংলাদেশ সময়: ১৮:৩২:১০ ৭৫৯ বার পঠিত #ফরিদপুর #ফ্রি মেডিকেল ক্যাম্প #ভাঙ্গা