শুক্রবার, ২৪ জুলাই ২০২০

মায়ের আচলে আমি -গু ল শা ন আ রা রু বী

Home Page » সাহিত্য » মায়ের আচলে আমি -গু ল শা ন আ রা রু বী
শুক্রবার, ২৪ জুলাই ২০২০



---

বাংলার নদ-নদী,মাটি-জল-বায়ু

গভীর অরণ্য তৃণ-গুল্ম বৃক্ষরাজি ,

সবুজ প্রান্তরে মায়ের আঁচল সাঁজি!

সাতরাজার ধন সন্তানেরে আগলে রাখতে-

এ যেন মাতৃস্নেহের বাঁজি।


মাতৃআঁচলে যত আছো মোর-

নিত্য খেলার সবুজ সাথী,

পিঞ্জরাবদ্ধ পাখি মুক্তি চাইছে আজি!

কেন!কেন!ছুটি চাইছ …তবে কি তুমি?

না না এভাবে ভাবছ কেন বন্ধুগণ,

ডানা মেলে উড়িবার স্বাধ-স্বাধীন গগন ভেদী,


তবুও আমি থাকবো মিশে…

মাতৃস্নেহের মমতার এ আঁচলে!

চৈত্রের খাঁ খাঁ রৌদ্দুরে সবুজ মাঠের বুকে!

ঈশান কোণে থরে থরে সাজানো মেঘের সনে-

কালোবৈশাখী ঝড় হেনে!

চতুষ্কোণে সীমান্ত টেনে!

ভিজিয়ে দিবো তৃষ্ণিত মাটি,

রুদ্র মূর্তি ধরি।।


আমি মিশে থাকবো…

জৈষ্ঠের পাকা আম-কাঁঠালে,

আষাঢ়ের মিঠে তালের রসে!

শ্রাবণের বৃষ্টিস্নানত ফুলে-ফলে।


শরতের মেঘ মুক্ত নীল গগনে-

তটিনীর দু’কূলের সাদা কাশফুলে!

হেমন্তের পাকা ফসলী মাঠে মাঠে,

কৃষক-কৃষাণীর বিন্দু বিন্দু নুনা ঘামে!


নবান্নের ঘরে ঘরে পিঠা-পুলি উৎসবে,

শীতের কুয়াশা ঢাকা রাতের পর…

সকালের মিষ্টি রৌদ্রের তাপে!

কনকনে শীতে গাছির নামানো মিষ্টি খেজুর রসে।


আমি তো মিশে থাকবো…

বসন্তের দক্ষিণা হাওয়া,কোকিলের কুহুকুহু তানে-

কাননে কাননে প্রস্ফুটিত ফুলের বুকে অলি হয়ে।


সন্ধ্যা যখন নামবে গ্রাম-গঞ্জে!

প্রদীপ জ্বালবে পল্লীবধূ!

বসত ভিটার আঙ্গিনায় …

তখন আমিই জোনাক হবো।।


নীরে ফেরা ক্লান্ত পাখির মতো

বুজবো আমি আঁখি!

সুপ্ত প্রকৃতি-সবার মতো ঘুমোয়-

এবার পাখির কলকাকলি।


তখন আমি শুধু জেগে থাকবো-

কলকল বয়ে চলা তটিনীর বুকে!

সহস্র লক্ষ তারায় তারায়…

রূপালী চাঁদ কিংবা আম্যাবসায় !


দেখো বন্ধুগণ …শোন তোমরা,

আজানের সুমধুর ধ্বনিতে…মন্দিরের ঘন্টায়-

দোয়েলের শিষে আবার কাটবে যখন আধাঁর!

মনের মাঝে স্বপ্ন নিয়ে বাঁচব -

তোমাদের নিত্য দিনের স্বপ্নগুলো…

পূর্ণতা পাক… এটুকু শুধু জানি ।

পূন্যভূমি; মায়ের আঁচলে আমি।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৩৫   ১০৩৫ বার পঠিত