বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
আমি মনে করি এই গানটা একটা রসগোল্লা- “সুরকার মাহফুজ ইমরান”
Home Page » এক্সক্লুসিভ » আমি মনে করি এই গানটা একটা রসগোল্লা- “সুরকার মাহফুজ ইমরান”বিনোদন রিপোর্টার-বঙ্গ-নিউজ- প্রখ্যাত গীতিকবি জীবন মাহমুদের কথায় এবং সুরকার মাহফুজ ইমরানের সুরে গাইলেন তরুণ ও প্রতিভাবান কণ্ঠশিল্পী ওমর সানি ও মোহনা ইতি।
গানটির শিরোনাম “এই তুমি”।গানটির ভিডিও নির্মাণ করেছেন রাজ প্রোডাকশনের কর্নধার আনিসুর রহমান।
ডিরেকশন প্রদান করেছেন বকুল আহমেদ।
গানটিতে মডেল হিসেবে দেখা যাবে আরিয়ান আরিফ এবং শারিন আফরিন রোজ কে।
গানটির অসম্ভব সুন্দর চিত্রায়ণ করা হয়েছে গাজীপুরের মনোরম রিসোর্ট এবং হাতিরঝিলের মুগ্ধ পরিবেশে।
গীতিকার জীবন মাহমুদ বলেন,, মাহফুজ ইমরান গানটিতে সুরারোপ করার মাধ্যমে সৌন্দর্যের জীবন্ত রুপ তুলে ধরেছেন। নবীন কণ্ঠশিল্পী ওমর সানি এবং মোহনা ইতির গায়কীতে আমি বেশ মুগ্ধ।
গানটি দর্শক মহলে “বাজি” সোনাপাখি এবং প্রেমের নদী’র মত সাড়া ফেলবে বলে আশা রাখি। বাঁকিটা মালিকের ইচ্ছে।
সুরকার মাহফুজ ইমরান বলেন,,,বিশিষ্ট গীতকবি শ্রদ্ধেয় জীবন মাহমুদ ভাই অসম্ভব সুন্দর লিখেছেন।
আমি গানটিতে সর্বোচ্চ সেরা সুরারোপ করার চেষ্টা করেছি।
সব মিলিয়ে গানটি খুব ভালো হয়েছে। আশা করি দর্শক গানটি স্বাদরে গ্রহণ করবে।
গানটি আসবে AR multimedia এর ব্যানারে। ইতিমধ্যেই গানটির প্রচার প্রচারণা চলছে।
প্রমো দেখে যতটুকু বুঝলাম দর্শক গানটি খুব ভালো ভাবে গ্রহণ করবেন।
আমি মনে করি এই গানটা একটা রসগোল্লা। এটার স্বাদ দাগ কেটে যাবে।❤❤❤
AR multimedia’র কর্নধার আনিসুর রহমান বলেন,,মনোমুগ্ধকর গান এবং মনোমুগ্ধকর গায়কী। আমরা গানটি নিয়ে ব্যাপক আশাবাদী। ভালবাসা এই পথে গেছে। আরও বহুদূর এগুতো চাই এই মসৃণ পথ ধরে। গানটি রিলিজ হবে ২৩-০৭-২০২০ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে।
বাংলাদেশ সময়: ১১:৫৪:৪৮ ১৩৮১ বার পঠিত