শুক্রবার, ২৬ জুলাই ২০১৩
বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু
Home Page » প্রথমপাতা » বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরুবঙ্গ-নিউজ ডটকম: ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে শুক্রবার সকালে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। অগ্রিম টিকিটের জন্য রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে ভোর থেকেই টিকেট প্রত্যাশী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কাঙ্খিত টিকেটের জন্য।
আগাম ঘোষণা মোতাবেক শুক্রবার ৫, ৬, ৭ ও ৮ আগস্টের টিকেট দেওয়া হচ্ছে। তবে একজন সর্বোচ্চ তিনটির বেশি টিকেট পাচ্ছেন না।
তবে ভোর থেকে যাত্রীরা লাইনে দাঁড়িয়ে টিকেটের জন্য অপেক্ষা করলেও সকাল আটটা পর্যন্ত বেশিরভাগ কাউন্টার টিকেট বিক্রি শুরু করে নি বলে জানা গেছে।
gobtole-ogrim-tekit
আল-হামরা বাস কাউন্টারের সামনে টিকেটের জন্য দাঁড়ানো বগুড়ার যাত্রী সজীব বাংলানিউজকে জানান, ভোর ৩টা থেকে কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। টিকেট পাবো কি না জানি না।
তবে এখন পর্যন্ত কালো বাজারি বা টিকেটের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার কোন অভিযোগ পাওয়া যায় নি।
নগরীর মিরপুর রোডের কলেজ গেট, কল্যাণপুর, শ্যামলী ও গাবতলীসহ বিভিন্ন এলাকা থেকেও অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাস মালিকেরা। গাবতলী থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাস চলাচল করে থাকে
বাংলাদেশ সময়: ১১:০৪:২৫ ৪৪০ বার পঠিত