মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

চীনের(HUST)হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

Home Page » পড়ালেখা ও সাজেশন্স।। » চীনের(HUST)হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০



 মো:আব্দুল কাইউম

চীনের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি পেলেন বরিশালবিশ্ববিদ্যালয়ের শিক্ষক

চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রি (পিএইচডি) লাভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাইউম। সম্প্রতি চীনের উহানের হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইচইউএসটি) বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। গত ২৮ জুন ওই বিশ্ববিদালয় কর্তৃপক্ষ আবদুল কাইউমকে পিএইচডি স্বীকৃতি দেয়।

তাঁর থিসিসের বিষয়বস্তু ছিলো- বাংলাদেশের মোবাইল স্বাস্থ্য সেবার ধারাবাহিক ব্যবহার এবং অন্যদের এই প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার একটি প্রয়োগিক গবেষণা। এই গবেষণার সুপারভাইজার ছিলেন এইচইউএসটি বিশ্ববিদ্যালয়ের আধুনিক তথ্য ব্যবস্থাপনা কেন্দ্রের অধ্যাপক ড. ইউকুন বাও।
গবেষণা বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে আব্দুল কাইউম আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাম করা পাবলিশারের বিভিন্ন ইনডেক্সড জার্নালে ৫টি মৌলিক প্রকাশনা করেছেন। এর মধ্যে এলসভায়ার এর এসসিআইই ইনডেক্সড জার্নালে ১টি, এমারেল্ড এর ইএসসিআই ইনডেক্সড জার্নালে ২টি এবং এবিআই ইনডেক্সড জার্নালে ২টি গবেষণা প্রকাশ করেছেন।

চীনে ৩ বছর শিক্ষা ছুটিতে থেকে পিএইচডি ডিগ্রির স্বীকৃতি লাভের একদিন পর গত ২৯ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুরনো কর্মস্থলে যোগদান করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫৯   ৬১৮ বার পঠিত   #  #  #