মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
মধ্যনগরে টানা তৃতীয়বারের বণ্যায় জনজীবন বিপর্যস্থ
Home Page » সর্বশেষ সংবাদ » মধ্যনগরে টানা তৃতীয়বারের বণ্যায় জনজীবন বিপর্যস্থস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃভারতের মেঘালয় রাজ্যে ভারি বর্ষণের কারনে নেমে আসা পাহাড়ী ঢলে সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা তৃতীয় বারের বণ্যায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে।
উপজেলার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের আদর্শ গ্রাম বাসিন্দা মোঃ নিজাম উদ্দিন জানান,বণ্যার হানি বারনের কারনে আমরা বিহদ আছি। আগে আরাকবার বণ্যার হানিত আমার ঘর তলইছে।আমি গেরামে গেরামে ঘুইরা দোহানদারি সংসার চালাইতাছি। অহন বণ্যার কারনে দোহানদারি করত্তে হারতাছিনা।ঘরেও রান্দা কইরা খাওয়ার মতন অবস্থা নাইগা।যার লাইগা হরিবারের সবাইরে লইয়্যা বিহদ আছি।
মোহাম্মদ আলীপুর গ্রামের রহিজা খাতুন জানান, হানি বেশী অওয়ার কারনে আমি সমাস্যাত আছি। আল্লার রকমত ছাড়া কোনো উহায় নাই।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান পলাশ জানান,আগামীকাল থেকে নিম্নাঞ্চলের পানিবন্দী মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হবে।
বাংলাদেশ সময়: ১৭:৫৮:০৪ ৬৬৩ বার পঠিত # #টানা তৃতীয় বন্যা #মধ্যনগর