সোমবার, ২০ জুলাই ২০২০

সাহেদের বিরুদ্ধে হটলাইনে যত অভিযোগ

Home Page » অর্থ ও বানিজ্য » সাহেদের বিরুদ্ধে হটলাইনে যত অভিযোগ
সোমবার, ২০ জুলাই ২০২০



শাহেদ করিম

 বঙ্গনিউজঃ   করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ জানাতে র‌্যাবের চালু করা হটলাইনে সারাদেশ থেকে অসংখ্য অভিযোগ আসছে। অভিযোগকারীদের কাছে সাহেদের প্রতারণার বিচিত্র কৌশলের কথা জেনে র‌্যাব সদস্যরাও বিস্মিত। তারা জানিয়েছেন, গত দু’দিনেই র‌্যাবের কাছে ১৪০ জন অভিযোগ জানিয়েছেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, র‌্যাবের হটলাইনে ১২০টি ও ইমেইলে ২০টি অভিযোগ এসেছে। জানা গেছে, অভিযোগের মধ্যে আছে সরকারি চাকরি ও বদলির কথা বলে টাকা আদায়, বালু ভরাট; রড, সিমেন্ট, বিটুমিন সরবরাহকারীকে টাকা না দেওয়া, ব্যাংকের ঋণ সংক্রান্ত অভিযোগ, রিকশাভ্যানের ভুয়া সনদ বিক্রি, হাসপাতালে অতিরিক্ত অর্থ আদায়। অভিযোগকারীদের অনেকেই প্রবাসী। রিজেন্টের কর্মীদেরও অনেকে বেতন না পাওয়ায় অভিযোগ করেছেন। র‌্যাবের হটলাইন আরও দুই থেকে তিন দিন চালু থাকবে। এসব অভিযোগ দেওয়া পরিবারকে র‌্যাব আইনি সহায়তা দেবে।

প্রতারণার শিকার ওবায়দুল মজিদ নামে এক ব্যক্তি জানান, সাহেদের পূর্বাচল প্রকল্পে বালু দিয়েছিলেন তিনি। এ জন্য তাকে এক টাকাও দেওয়া হয়নি। এখলাছ খান নামের আরেকজন বলেন, সাহেদের প্রজেক্টে এক কোটি ৪৯ লাখ টাকার পাথর ও বালু সরবরাহ করেন তিনি। তবে এক টাকাও তাকে দেওয়া হয়নি। মাঝে ৩০ লাখ টাকার চেক দিলেও সেটিও বাউন্স হয়। পরে বিদেশ থেকে তাকে একটি গাড়ি এনে দেওয়ার কথা ছিল, সেটিও দেননি।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর গা-ঢাকা দেওয়া সাহেদকে গত বুধবার সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে একটি অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব কর্মকর্তারা জানান, ধরা পড়ার মুহূর্তে সাহেদ নিজেকে একজন গণমান্য ব্যক্তি বলে দাবি করেছিলেন।

গ্রেপ্তারের পরদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ সাহেদকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। অন্যদিকে সাহেদের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে সাহেদকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৪১   ৭৬৭ বার পঠিত   #  #  #  #  #  #