রবিবার, ১৯ জুলাই ২০২০
মধ্যনগরে ফের বণ্যার পানি বাড়ছে ; আতংকিত মানুষ
Home Page » সর্বশেষ সংবাদ » মধ্যনগরে ফের বণ্যার পানি বাড়ছে ; আতংকিত মানুষস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যরগরে পর পর দ্বিতীয় বারের বণ্যায় ক্ষতিগ্রস্ত সাধারন মানুষের হতাশার সুর কাটতে না কাটতেই আবারও বন্যার পানি আজ রবিবার বিকেল থেকে বাড়তে শুরু করেছে ।
সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে , আগামী ২০/২১ জুলাই হতে পুনরায় জেলার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। বৃষ্টিপাত পরিস্থিতির উপর নির্ভর করে বৃদ্ধির এই প্রবণতা ৪/৫ দিন স্থায়ী হতে পারে এবং সে সময়ে জেলার সুরমা,কুশিয়ারা,যাদুকাটা ও সোমেশ্বরী নদীর পানি সমতল কােথাও কােথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং কোথাও কোথাও নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানা গেছে।
এই নিয়ে চড়ম আতংকে দিন কাটাচ্ছেঐ এলাকার সোমেশ্বরী নদীর পারে বসবাসরত জনপদ।
বাংলাদেশ সময়: ১৯:২২:৩০ ৬৮৩ বার পঠিত #পানি #বণ্যা #সোমেশ্বরী