শুক্রবার, ১৭ জুলাই ২০২০
ব্যাপক ভাবে ভাইরাল হয়ে পড়েছে কবি জীবন কৃষ্ণের “হাওর পারের মানুষ” কবিতাটি
Home Page » আজকের সকল পত্রিকা » ব্যাপক ভাবে ভাইরাল হয়ে পড়েছে কবি জীবন কৃষ্ণের “হাওর পারের মানুষ” কবিতাটি
বঙ্গনিউজ ডেস্কঃ হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের “হাওর পারের মানুষ” কবিতাটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। কবিতাটি আবৃত্তি করেছে সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থী মির্জা মাহিয়া তাসনিম তিথী।কবিতা গত বুধবার সন্ধ্যায় হাওরকবির টাইমলাইনে পোষ্ট করার সাথে সাথেই কবিতাটি পাঠক সমাজে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করো।এ পর্যন্ত কবিতাটি প্রায় ২০০ টি শেয়ার ও ৩০০০ এর উপরে ভিউ হয়।বলা যায় হাওর বিষয়ক কোন কবিতা অধ্যাবধি সোস্যাল মিডিয়ায় এমন ভাবে আর ভাইরাল হতে দেখা যায়না।
এ উপলক্ষে হাওরকবি জীবন কৃষ্ণ সরকার বলেন এর মধ্য দিয়ে আমরা বলতে পারি হাওরের কবিতাগুলোতে প্রাণ রয়েছে যার কারনে পাঠকদের মন কেড়েছে।তাছাড়া তিথি একজন হাওরের মেয়ে।সে হিসেবে হাোরের প্রতি তার মমত্ববোধটুকু কবিতাটি আবৃত্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে।এভাবে পাঠকদের রেসপন্স পেলে আমরা হাওর সম্পর্কে আরো লিখতে অনুপ্রেরণা পাবো।” এসময় তিনি দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ২২:১৫:০০ ৬৮৭ বার পঠিত