শুক্রবার, ১৭ জুলাই ২০২০

এ নহে কবিতা - রাধা বল্লভ রায়

Home Page » সাহিত্য » এ নহে কবিতা - রাধা বল্লভ রায়
শুক্রবার, ১৭ জুলাই ২০২০



রাধা বল্লভ রায়

এ নহে কবিতা
আমি কবি নই
আমি লিখিতে পারিনা কবিতা।
এযে অলস মনের অবাস্তব কল্পনা
আজে -বাজে কিছু
আমি লিখি তা।
আমি লিখি যা
হয়তো হেসেই উড়ে দেবেন
কবিতা লিখেন যারা
নয়তো করবেন ঠাট্টা
বলবেন, “আহ্ -হা-হা
এত সুন্দর কবিতা? ”
আসলে সবার আছে
একটা কবি মন
আছে আবেগ অনুভূতি
সবাই ভাবি
সবাই দেখি
কেহ প্রকাশিতে পারি
কেহ চেষ্টা করি
কেহবা পারি না।
আমি কবি নই
আমি যা লিখি
এ নহে কবিতা।

বাংলাদেশ সময়: ১৩:১৭:২৭   ৬৪২ বার পঠিত   #  #  #  #