শুক্রবার, ১৭ জুলাই ২০২০

আমি ফেলে এসেছি– মোঃ আজিজুল হক

Home Page » বিনোদন » আমি ফেলে এসেছি– মোঃ আজিজুল হক
শুক্রবার, ১৭ জুলাই ২০২০



মোঃ আজিজুল হক

আমি ফেলে এসেছি -রঙিন শৈশব, স্বপ্নের খেলাঘর,
আমি ফেলে এসেছি -স্মৃতির জলছবি, বিস্মৃতির বালুচর।
আমি ফেলে এসেছি মায়ের বকুনি,বাবার স্নেহের শাসন,
আমি ফেলে এসেছি -দাদা -দাদী,নানা-নানী,ভাই বোনের নিগূঢ় বন্ধন!
আমি ফেলে এসেছি -স্মৃতিময় মধুময়, দুরন্তমেয় সেই ছেলেবেলা,
আমি ফেলে এসেছি - নাটাই-ঘুড়ি,ডাংগুলি, পুতুল, পুঁতির মালা।
আমি ফেলে এসেছি -রিমঝিম বৃষ্টি, মেঘের নুপুর,
আমি ফেলে এসেছি -জল ভরা পুকুর আর রোদেলা দুপুর।
আমি ফেলে এসেছি -জীবনের অপরূপ স্বপ্ন, হাসি কলতান,
আমি ফেলে এসেছি -রাখালি সুর আর বাউলের গান।
আমি ফেলে এসেছি -ভর দুপুরের সেই আড্ডা আর খেলার সাথী,
আমি ফেলে এসেছি -খালে-বিলে সাতাঁর কাটা আর পাঠশালার স্মৃতি।
আমি ফেলে এসেছি -সুদীপ্ত রাত আর বুনো ফুলের ঘ্রাণ,
আমি ফেলে এসেছি - মাটির শুধাঁল গন্ধ, শেকড়ের টান।
আমি ফেলে এসেছি -শাপলা শালুক, বর্ষার বিল,
আমি ফেলে এসেছি -জল পিপি, ডাহুক, মাছরাঙা, গাঙচিল।
আমি ফেলে এসেছি -সেই পৌষালী প্রহর,পাখি ডাকা ভোর,
সময়ের সিঁড়ি বেয়ে আমি এসেছি; এসেছি অনেক দূর।
আমি ফেলে এসেছি -বেদনা -বিধুর স্মৃতির বাতিঘর,
আজ ফেলে আসা সেই স্মৃতিগুলো যেন ধুলায় ধূসর!
০২-০৬-২০২০ইং।

প্রতীকি ছবি

বাংলাদেশ সময়: ১১:২১:২২   ৭৯৪ বার পঠিত   #  #  #  #