বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০

মধ্যনগরে জী রব্বানী হোটেলসহ অন্যান্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Home Page » সারাদেশ » মধ্যনগরে জী রব্বানী হোটেলসহ অন্যান্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০



---বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা  নির্বাহী কর্মকর্তা  মুনতাসীর হাসান পলাশ আজ পরিষ্কার  পরিচ্ছন্ন ও অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে বৃহস্পতিবার  বিকেলে মধ্যনগর বাজারে  বিশেষ অভিযান পরিচালনা করেন।

---

অভিযানে গোলাম মোস্তফা ও গোলাম রব্বানী হোটেলে অপরিচ্ছন্নভাবে  পঁচা বাসি খাবার পরিবেশন করায় এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়। হোটেলের  বাহিরে চুলা, কড়াই, অন্যান সবপাত্র জব্দ করা হয়।এছাড়াও গোলাম রব্বানী সুইটস দীর্ঘদিন ধরে ভেজাল খাদ্য পরিবেশন ও চড়া মূল্যে বিক্রি করার অভিযোগ তুলছে সাধারন মানুষ।এছাড়াও একটি অনলাইন পোর্টালের মাধ্যমে  গোলামী হোটেল কে বিশাল বড় গ্রুফ উল্লেখ করা হয়েছে। যার ফলে জী রব্বানী হোটেল তামশার পাত্র হয়ে দাড়িছে সাধারণ মানুষের কাছে।

বাজারের রাস্তার উপরে অবৈধ ভাবে যারা চৌকিখাট পাতিয়ে দোকান বসিয়ে পথচারীদের চলাচলের ব্যাঘাত ঘটাচ্ছে। যার ফলে তাদের দোকান গুলো তুলে নেওয়ার  কঠোর নির্দেশ দিয়ে বলা হয়েছে উঠিয়ে নেওয়ার জন্য।---

পরে মধ্যনগর কাচারী রোডস্থ একটি দোকান থেকে অবৈধ  ৩০ কেজি কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৩:২৬   ৫৮৫ বার পঠিত