বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
জামালপুরের ইসলামপুরে বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি
Home Page » জাতীয় » জামালপুরের ইসলামপুরে বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতিরিপোর্টার বঙ্গনিউজঃ
দ্বিতীয় ধাপে ভয়াবহ বন্যা কবলিত জামালপুরের ইসলামপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আজ বিকেল থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন ।
বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে কয়েকদিন থেকেই।আজ সকাল থেকে পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও বিকেলে দুই সেন্টিমিটার পানি কমেছে বলে জানা গেছে।
তবে ইসলামপুরের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাঁধ ও রাস্তা ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে , পানি ঢুকছে বিস্তীর্ণ এলাকায়।
জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা তীরবর্তী প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি , এছাড়াও দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ এর বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২১:৫৭ ৫১৯ বার পঠিত #বন্যা