বুধবার, ১৫ জুলাই ২০২০

ছিনতাইয়ের শিকার হলো ঢাবি শিক্ষার্থী

Home Page » প্রথমপাতা » ছিনতাইয়ের শিকার হলো ঢাবি শিক্ষার্থী
বুধবার, ১৫ জুলাই ২০২০



রিপোর্টার বঙ্গনিউজঃ
আজ দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের ইসলামের ইতিহাসের শিক্ষার্থী আরাফাত হোসাইন ভূঁইয়া রমনা পার্কের সামনে ছিনতাইয়ের শিকার হন।
তিনি জানান যে “তার নিজ জেলা ফেনী হতে গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় বই নিতে ঢাকা আসেন।তিনি হল থেকে এসব নিয়ে রিকশায় করে তার ভাইয়ের বাড়ি যাওয়ার সময় ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে এসে তার কাঁধের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।তাঁর হারানো ব্যাগে জেডিসি ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন ফরম,মার্কশিট, সনপত্রের মূল কপি ছিলো।এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পে-ইন স্লিপ,১ম সেমিস্টারের মার্কশিট,জন্ম সনদ,ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির কাগজপত্রও ছিলো।”

তিনি রমনা মডেল থানায় এ বিষয়েে সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান।Gd copy

বাংলাদেশ সময়: ২১:২০:০৩   ৫০৪ বার পঠিত   #