বুধবার, ১৫ জুলাই ২০২০
পৃথিবীটা যদি এমন হতো -রাধা বল্লভ রায়
Home Page » বিনোদন » পৃথিবীটা যদি এমন হতো -রাধা বল্লভ রায়পৃথিবীটা যদি এমন হতো
গোটা বিশ্ব একটা দেশ হতো
থাকত না কোন সীমান্ত
পৃথিবীটা যদি এমন হতো।
যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে
যেখানে মানুষের দুঃখে মানুষ কাঁদবে
যেখানে থাকবে শুধু ন্যায় আর সত্য
পৃথিবীটা যদি এমন হতো।
যেখানে থাকবে না হিংসা দ্বেষ
থাকবে না দুঃখ থাকবে না ক্লেশ
থাকবে মানুষের মানবতা আর মনুষ্যত্ব
পৃথিবীটা যদি এমন হতো।
বর্ণে বর্ণে হবে না ফ্যাসাদ
ধর্মে ধর্মে হবেনা -বিবাদ
থাকবে সবার সমঅধিকার ;মানুষ যত
পৃথিবীটা যদি এমন হতো।
যেখানে দেশ প্রেমে ভরা থাকবে প্রাণ
মানুষের জন্যে মানুষ করবে আত্ম বলিদান
সত্য ও ন্যায়ের পথে কেহ হবেনা বিচ্যুত
পৃথিবীটা যদি এমন হতো।
বাংলাদেশ সময়: ১১:০১:৪১ ৬৩৯ বার পঠিত # #আধুনিক বাংলা কবিতা #বাংলা কবিতা #রাধা বল্লভ রায়ের কবিতা