সোমবার, ১৩ জুলাই ২০২০

কবি বাবলী খান এর কবিতা -”মানবিক পৃথিবী গড়বো ”

Home Page » সাহিত্য » কবি বাবলী খান এর কবিতা -”মানবিক পৃথিবী গড়বো ”
সোমবার, ১৩ জুলাই ২০২০



মানবিক পৃথিবী গড়বো
ভোরের সোনালী সূর্যোদয়
ঘুমচোখে দেখছি পৃথিবীর প্রথম আলো,
ভোর হয়ে গেছে —
পাখীরা ভৈরবী সুরে গান গাইছে—
ভোরের আলোয় আলোকলতায়
ফুল লতা পাতারা সবাই হাসছে,
পূর্বদিগন্তে সোনালী সূর্য সোনা রং ছড়াচ্ছে ।
তবুও মানবমুখে হাসি নাই কারো —
কোভিড -১৯ ভয় আতংকে কাটে দিন রাত
তবু জানাতে হয় বিষন্ন পৃথিবীকে সুপ্রভাত !

বনে পাখীরা ঘুম ভাঙ্গানোর গান গাইছে
স্নিগ্ধ শীতল মিষ্টি ভোরের হাওয়া বইছে
নদী ,সাগরে জোয়ার আসে যায়
উচুঁউচুঁ ঢেউ নাচে সাগর তীরে
সাগর রাজকণ্যা মেলেছে আঁখি ।
বলছে সে, সাগর তীর জনশূণ্য কেন ?
সাগর কণ্যা, সাগরের কাছে অসুস্থ —
মানবের করুণ কাহিনী জানতে চায় ।
সাগর জানায় , অদৃশ্য কোভিড- ১৯
মানবজগতে দিয়েছে ভয়ংকর হানা
মৃত্যে সংখ্যা দিনে দিনে বাড়ছেই
এই করোনা রোগীর নাই কোন ঔষধ
মৃতমানুষের লাশের মিছিল ,
দুঃশ্চিতায় নির্ঘুম রাত কাটে
তারা জানাবে কাকে মনের ব্যথা ,
সাগর রাজকণ্যা মানবকে বলে ,
অদৃশ্য কেভিড ১৯ কে পরাজিত করতে হলে
আরেকটি নতুন পৃথিবী গড়তে হবে
সেই পৃথিবীটা হবে মানবিক নতুন পৃথিবী ।
সারাবিশ্বে অজস্র ভুল করেছে মানবজাতি
দূর্বলের প্রতি সবলরা করেনি কোন দৃষ্টিপাত
অর্থ লোভীরা করেছে শুধু দূর্নীতি ,পাপাচার
সর্বত্র ঘুষের ছড়াছড়ি —
মানুষ মানুষকে প্রতিশোধ হিংসায় খুন করেছে ,
পায়না সাধারন মনুষ সত্য ন্যায় বিচার —
ন্যায় নীতি , আদর্শ মানবজাতি গেছেই ভুলে ।

ভুলের খেসারত দিচ্ছে জীবণ যাত্রা থমকে আছে
ব্যবসা বানিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সব ভেস্তে গেছে
কোভিডের ভয়ে মানুষের হয়ে আছে গৃহবন্দি ।
সৃষ্টিকর্তার বিধান থেকে সরেই ছিল মানবজাতি ,
সহস্রবার করেছে সীমা লংগন —!
রাজকণ্যা বলছে মানবজাতিকে —
মানবত মানুষ ভেংগে করেছে ক্ষাণক্ষাণ
আগে মানুষকে সত্য কথা বলতে হবে
মনে রাখা যাবে না কোনো হিংসা দ্বিধা সংশয় ।
বিপন্ন দেশে বিপথে আর কারো চলা যাবেনা—
দৃঢ় মনোবল , আত্মবিশ্বাসেই সমুখে চলতে হবে ,
কোভিড-১৯ তাহলে মানবজাতিকে ক্ষমা করবে ।

কোভিড-১৯ ফিরে যাবে তাদের অদৃশ্য জগতে ,
মানবজাতি আলোকিত পথে ফিরুক,
অস্র নয় ,মানব প্রেম , সৌহার্দ , মমতা,
ভালবাসা দিয়ে সহমর্মিতার হাত বাড়াক
এটাই তো ছিল পৃথিবীর চিরনিয়ম কানুন ,
প্রতীক্ষায় প্রতিক্ষণ সবাই থাকো অপেক্ষায় ।
কোভিড-১৯ মরণফাঁদ হতে বাঁচার শপথ করো
কাঁধেকাঁধে মিলিয়ে সৎপথে মানুষকে চলতে বলো
হাতে হাত রেখে সত্যেনিষ্ঠার নির্মল পথে চলো ।
ক্ষতবিক্ষত পৃথিবীকে বদলিয়ে ফেলো ,
সুন্দর শান্তির নতুন মানবিক পৃথিবী গড়ে তোলো
মানবজাতি, রাজকণ্যাকে কথা দিলো —
আমরা দৃঢ়হাতে শপথ নিবো,সবকথা রাখবো ।
শান্তির পৃথিবীতে সাগর তীরে ফের যাবো
সামনের সুপথে শান্তির পথে চলবো —
দৃঢ় মনোবলে মানবিক পৃথিবী গড়বো ।
আমরা মানবজাতি নতুন করে বেঁচে থাকবো।

বাংলাদেশ সময়: ০:২৪:৫১   ৭৮৯ বার পঠিত   #  #  #  #