রবিবার, ১২ জুলাই ২০২০
মুজিববর্ষ উপলক্ষে জবি ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন এর উদ্যেগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি
Home Page » শিক্ষাঙ্গন » মুজিববর্ষ উপলক্ষে জবি ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন এর উদ্যেগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিজোবায়ের হোসেন ,বঙ্গনিউজ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ‘মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য্যের পক্ষ থেকে কর্মসূচি পালনের নির্দেশ প্রদান করা হয়৷
‘মুজিবর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’, এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি(ফলজ,বনজ ও ঔষধি)পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি ও সম্মেলন কমিটির যুগ্ম-আহ্বায়ক আল আমিন শেখ৷
শনিবার ( ১১জুলাই) বিকেল ৪.০০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, কলাভবন,বিজ্ঞান অনুষদ,মুক্তমঞ্চ ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে শাখা ছাত্রলীগের নেতা আল আমিন শেখের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় শাখা ছাত্রলীগ কর্মী মোস্তফা, জাহাঙ্গীর আলম, শামিম মন্ডল, মশিউর রহমান আদি, মাসুম, নিয়ামুল সহ অনেকে উপস্থিত ছিলেন।
কর্মসূচি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা রেদওয়ান ইসলাম বলেন, ‘মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছি ছাত্রলীগ নেতা নাজমুল সারদার বলেন করোনা সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অবদান অনস্বীকার্য।
আল আমিন শেখ বলেন, দেশরত্ন শেখ হাসিনার আদর্শ বাস্তবায়নে ছাত্রলীগের কর্মী হিসেবে আমি দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ৷ ‘মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সাফল্য কামনা করছি।
করোনা থাকায় জবি ছাত্রলীগের অধিকাংশ কর্মী গ্রামে অবস্থান করছে তাদের সাথে কথা বলে জানা যায় কোরবানি ঈদের পর আগষ্ট মাস শোকের মাস শক্তিতে পরিণত করে মুজিববর্ষ উপলক্ষ্য ব্যাপক আকারে আল আমিন শেখের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি পালনের কথা ব্যক্ত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সিরাজ, সাইফুল, হ্নদয়, সালমান শান্ত, দিপ্ত রয়, সুলতান, পলাশ, রূপো, ইয়াহিয়া, শওকত, ফামি, সাইফ, ইমরান, মনির, রাসেল, রুবেল, খালেদুজ্জাম নাঈম, নাইমুর রহমান, তামিম, নুরুজ্জামান, রিফাত সাব্বির, লিটন, মাজু, হাসান, সাগর, রিয়াদ, কিবরিয়া,ফাহিম, অভি, শাওন, শুভ, সালমান, শোয়ান, ইমন, তুষার, কাউসার, নকিব, জুবায়ের, রাফসান, মোফাজ্জল, অনিক, ফয়সাল, জাকারিয়া, শাকিল, মুসা, তওফি, মেহেদী, ইমন, সৌরভ, সাইফুল, জয়,ফয়সাল, আশিক, রাসেল, আবির, হামজা, রাকিব, আব্দুর রহমান, হ্নদয়, অমরিত, পলাশ, বাপ্পি, মেহেদী হাসান, মুসা বিহিম, মুফাজ্জল, মাসুদ আদিল প্রমূখ।
বাংলাদেশ সময়: ১৩:৫৭:২০ ১০৪৩ বার পঠিত #ছাত্রলীগ #জবি #বঙ্গনিউজ #মুজিববর্ষ