রবিবার, ১২ জুলাই ২০২০

অক্সিজেনের কারিগর - মোজাফফার বাবু

Home Page » সাহিত্য » অক্সিজেনের কারিগর - মোজাফফার বাবু
রবিবার, ১২ জুলাই ২০২০



 কবি মোজাফফার বাবু

আকাশে মেঘের মিছিল হয়ে গেল নিকষ কালো
অন্ধকার অমনিশায় নিভে গেল প্রদীপের আলো
দরিয়ার কূলে উপকূলে বৈরিতার বান ডাকে
ঝড় ঝঞ্জায় জোয়ারের জলে ক্রুর হাসি হাসে

ছিনাই ঘর্ষনে বর্ষনে বাজে ভয়ার্ত তুফান
দেখে সিডর আম্পান কেকিয়ে করে ক্রন্দন
দুর্যোগ কুপোকাত করে কতশত দিপ্ত প্রাণ
মানব খেকো আছড়ে পরে নাচে শয়তান

সাগর পাড়ে গাওয়া গড়ানের সুশীতল ছায়ায়
শ্যামল বাংলার কারুকার্যের শোভা ছড়ায়
সবুজের শোভায় মহানন্দে মেতে উঠে সুর ছন্দে
দূর্যোগ দুর্দিনে কাটে তালহীন নিরনান্দে

আনন্দে আবহমান বাংলার জমিনের সোঁদা ঘ্রাণ
কৃষ্ণচূড়ায় পায় প্রাণ পলাশ বনের মুখরিত কলতান
হঠাৎ জলতরঙ্গে আম্পানের কতনা ডঙ্কা বাজে
সুনসান সুশীলতলে জোয়ারের জিঘাংসা বান ডাকে

মারাই পাড়াই, আম্পানের দুর্যোগে করে লণ্ডভণ্ড
পন্ড গাছ গাছালি পাখপাখালি করে আরো খন্ড খন্ড
ধীবর সারেং টালমাটাল দরিয়া ছেড়ে যায় দুরে
আধারের মাঝে আত্মার আত্মীয়কে ধরে রাখে বুকে

জোয়ারের জলের সাথে হাওয়ায় করে মাখামাখি
আছড়ে পড়ে কূলে কূলে মানব করে আহাজারি
উদ্বেগ উৎকন্ঠায় কেকিয়ে কাঁদে বেলা অবেলা
মাঝিমাল্লার চোখে চোখে জ্বলে জোনাকি পোকা

ঘোর আবছায়া অমানিশায় বিশ্ব নিখিলে লড়ে
ছাড়ে না হাল তোলে পাল লড়ে যায় সমান তালে
জমি জিরাত ভিটা মাটি সুন্দরির চারণ ভূমি
দুর্যোগে হয় কান্ডারী মানবকূল ও বিশ্ব প্রকৃতি

জীবন্ত অক্সিজেনের যে কারিগর বাঁচায় প্রান
ছায়া নিবিড় সুশীতল পথ হয়ে যায় বলিদান
ব্জ্রপাতের কালো ডঙ্কায় উজার হয় তপোবন
মননে জ্বলে দ্রোহের মশাল জ্বালায় প্রতিক্ষণ

বাংলাদেশ সময়: ৫:৪৩:২৩   ৭৩৮ বার পঠিত   #  #  #  #