শুক্রবার, ১০ জুলাই ২০২০

প্রতারণা ও প্রাণনাশের হুমকির স্বীকার ঢাবি শিক্ষার্থী

Home Page » প্রথমপাতা » প্রতারণা ও প্রাণনাশের হুমকির স্বীকার ঢাবি শিক্ষার্থী
শুক্রবার, ১০ জুলাই ২০২০



ফাইল ছবি

শুভ হালদার ঢাবি প্রতিনিধি বঙ্গনিউজঃ

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তনুশ্রী দাড়িয়া।বেশ কিছু দিন আগে তাদের বাড়িতে একজন চৌকিদার, নামঃ অসীম শিকদার ও পিতার নামঃঅনীল শিকদার সে উক্ত ইউনিয়নেরই বাসিন্দা,এসে তার মায়ের কাছে ইউনিয়ন চেয়ারম্যানের কথা বলে ভোটার আইডি কার্ডের ফটোকপি চায়।প্রথমাবস্থায় তিনি দিতে রাজী না হলেও বেশ মন ভুলানো কথা বলে আইডি কার্ড নিয়ে যায় সেই চৌকিদার অসীম শিকদার।এর বেশ কিছুদিন পর চৌকিদার আবার আসে তাদের বাড়ি ও এবার ছবি চাই।কিন্তু খারাপ কিছু আচ করতে পেরে তার মা ছবি দিতে রাজী হয় না,অনেক জোর জবরদস্তিও করা হয়,তারপরও তিনি ছবি দেন না।এবার অন্য উপায়ে সে এই ছবি জোগাড় করে।এরপর তা দিয়ে সে ভিজিডি কার্ড বানায় যা তনুশ্রীর মা বাবা দুজনের কেউই অবগত ছিলেন না।আর এ কার্ডের মাধ্যমে সে সরকারী অনেক সাহায্য আত্নস্বাৎ করে।এমন আত্মসাৎ সে বেশ কিছু দিন ধরে চালাতে থাকে।
তনুশ্রীর পরিবার আর্থিক ভাবে অসচ্ছল থাকায় ও বেশ কয়েক মাস যাবৎ এ করনা পরিস্থিতি চলমাম থাকায় তাদের পারিবারের অর্থনৈতিক অবস্থার আরো অবনতি হতে থাকে।এজন্য তার পরিবার সরকারি সাহায্যের জন্য যোগাযোগ করে ও ভিজিডি কার্ডে তার নাম থাকার কারনে এই সাহায্য থেকে বাদ পড়ে।এ তথ্য জানার পর তাদের আর বুঝতে বাকী থাকে না এ কাজ চৌকিদার অসীম শিকদারের ও কিছুদিন পর তারা এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়।
এ ঘটনার পর চৌকিদার অসীম শিকদারকে দোষারোপের ঘটনা জানতে পেরে সে তনুশ্রী দাড়িয়ার বাড়িতে গিয়ে তাকে ও তার মা বাবা খুব অশ্লীল ভাষা ব্যাবহার করে গালাগাল করে ও বিভিন্ন হুমকি দেয়।এমতাবস্থায় তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট সাহায্যের আবেদন পত্র জমা দিয়েছে ও তার পরিবার ভীতির মধ্যে দিন অতিবাহিত করছে।

আবেদন পত্র

বাংলাদেশ সময়: ১৫:২৪:০১   ১২৭০ বার পঠিত