বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০

ছিনতাইয়ের শিকার ঢাবি শিক্ষার্থী

Home Page » শিক্ষাঙ্গন » ছিনতাইয়ের শিকার ঢাবি শিক্ষার্থী
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০



 ---

প্রতিবেদক বঙ্গনিউজঃ

মা ও ভাইকে নিয়ে ল্যাপটপ কিনতে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসনিয়া জামান স্বর্ণা। এসময় ছিনতাইকারীদের মারধরে গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থীর ভাই।
গত শনিবার (৪ জুলাই) মাগুরা জেলার শ্রীপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ব্যাপারে তাসনিয়া জামান স্বর্ণা বলেন, ‘মা ও ভাইকে নিয়ে ল্যাপটপ কিনতে যাওয়ার সময় রাস্তায় ছিনতাইকারীরা আমাদের অটো রিকশা থামিয়ে আমার ভাইকে মারধর করে টাকা-পয়সা কেড়ে নেয়। আমি তখন এই ঘটনা মোবাইলে ভিডিও করলে ছিনতাইকারীরা আমাদের মোবাইল, গলা থেকে স্বর্ণের চেইন ও অন্যান্য অলঙ্কার কেড়ে নেয়।’
এ ঘটনায় চার ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করা হলে শ্রীপুর থানার পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করেছে। বাকিদের এখনো ধরতে পারেনি।

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার বলেন, ‘এ ঘটনায় মামলার পর আমরা দুজনকে গ্রেফতার, দুটি মোবাইল ও কিছু টাকা উদ্ধার করেছি। বাকি দুজনকে গ্রেফতার করতে পারলে বাকি টাকা ফেরত পাওয়া যাবে

বাংলাদেশ সময়: ২২:২০:১৮   ৭৬৩ বার পঠিত