বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
ভাঙ্গায় তুজারপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় তুজারপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় পুলিশিং সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছানোর লক্ষে তুজারপুর ইউনিয়নে বিট পুলিশিং সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উচাবাজারে এ সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে বিট পুলিশিং সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম। তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, তুজারপুর ইউনিয়নের বিট পুলিশিং ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুল্লাহ আজিজ প্রমূখ।
এ সময়ে বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতি বদ্ধ বিষয়ক সচেতনতা মূলক আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ২০:৫০:৩১ ৬৯৫ বার পঠিত #অতিরিক্ত পুলিশ সুপার #ফরিদপুর #বিট পুলিশিং #ভাঙ্গা