মঙ্গলবার, ৭ জুলাই ২০২০

“দেখা হবে কতদিনে” - রাধা বল্লভ রায়

Home Page » বিনোদন » “দেখা হবে কতদিনে” - রাধা বল্লভ রায়
মঙ্গলবার, ৭ জুলাই ২০২০



রাধা বল্লভ রায়

ভালো লেগেছে তোমাকে আমার

ভালোবাসি তাই
তুমি যদি মোরে নাহি ভালোবাসো
সে কথাটি কেন বল নাই?
শেষ - বিকেলে পদ্মার তীরে
সেই বটগাছটার ছায়
চেয়ে - চেয়ে থাকি প্রিয়
চাতকের ন্যায়।
হংস - মিথুন করে কত কেলি
কত সুখ পায়
সাদা কাঁশবন,ঢেউয়ের নাচন
নয়ন জুড়ায়।
অপরূপ প্রকৃতির হেরি যত রূপ
তব ছবিখানি নয়নে ভাসে
করে নাই যে কানুর পীরিতি
হেন দুঃখ বুঝিবে সে কিসে?
অস্তাচলে দিবাকর
চলে যেতে হয়
তুমি তো এলে না বন্ধু
প্রাণে নাহি সয়।
এমন বাদল দিনে কত কথাই না মনে পড়ছে।
আপনাদের কথাও মনে পড়লো। নিশ্চয়ই ভালো
আছেন। শুভকামনা রইল।

বাংলাদেশ সময়: ২০:২৫:৪০   ৬২১ বার পঠিত   #  #  #  #