মঙ্গলবার, ৭ জুলাই ২০২০

“হৃদয়ের রক্তক্ষরণ কিছুতেই থামছেনা”– জীবন কৃষ্ণ সরকার

Home Page » সংবাদ শিরোনাম » “হৃদয়ের রক্তক্ষরণ কিছুতেই থামছেনা”– জীবন কৃষ্ণ সরকার
মঙ্গলবার, ৭ জুলাই ২০২০



---

 

 

 

 

দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর গতকাল সন্ধ্যায় ইহ জগত ত্যাগ করেছেন।তাঁর মৃত্যুতে সারাদেশবাসী শোকাহত।তাঁর এই শোকে হৃদয়ের রক্তক্ষরণ থামছেনা সময়ের অন্যতম হাওরবাদী লেখক তথা হাওরসাহিত্য আন্দোলনের অগ্রনায়ক, হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের।আজ আজ মঙ্গলবার সকাল ১০ টা ২০ মিনিটে আপলোড হওয়া তাঁর ফেইসবুক স্ট্যাটাস থেকে তিনি এমনটাই জানিয়েছেন।এসময় তিনি বলেন যদিও আমি কোন শিল্পী নই তবুও তাঁর গান শোনার পর থেকেই শিল্পীদের প্রতি,গানের প্রতি আমার একটি টান তৈরি হয়েছিল যা আজও বর্তমান।প্রিয় শিল্পীর মৃত্যুতে তিনি নির্বাক বলেও জানান।পরপারের এন্ড্রু কিশোরের ভালো থাকার প্রার্থনাও করেন তিনি।পাঠকদের জ্ঞাতার্থে হাওরকবি’র পুরো স্ট্যাটাসটি তুলে ধরা হলো—

 

 

আমার সারা দেহ খেয়োগো মাটি…,আমার চোখ দুটি মাটি খেয়োনা…।এই গানটির মধ্য দিয়েই এন্ড্রু কিশোরকে চেনা।তারপর তার পুরো ফ্যান হয়ে যাই।

আমি কোন শিল্পী নই তবুও তাঁর গান শোনার পর থেকেই শিল্পীদের প্রতি,গানের প্রতি আমার একটি টান তৈরি হয়েছিল যা আজও বর্তমান।প্রিয় শিল্পীর মৃত্যুতে আমি নির্বাক।

প্রিয় শিল্পী, হৃদয়ের রক্তক্ষরণ কিছুতেই থামছেনা।পরপারে ভালো থেকো প্রিয়।

 

বাংলাদেশ সময়: ১০:৩৫:৪৯   ৫৬৮ বার পঠিত