সোমবার, ৬ জুলাই ২০২০

মধ্যনগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র আহত

Home Page » সর্বশেষ সংবাদ » মধ্যনগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র আহত
সোমবার, ৬ জুলাই ২০২০



আহত শামীম (১২)সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা (দঃ)ইউনিয়নের আদর্শ গ্রামে এক স্কুল ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর সাড়ে বারোটায় আদর্শগ্রাম বাসিন্দা সুজন মিয়ার ছেলে শামীম (১২)   মোহাম্মদ আলীপুর বাজার সংলগ্ন রোডের পাশে থাকা কারেন্টের পিলারের গর্তে  পাখির বাসা থেকে  শালিকের  ছানা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  আহত হয়।https://youtu.be/44tnx5duPTU

আহত অবস্থায় শামীমকে পাশ্ববর্তী কলমাকান্দা  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তার অবস্থার উন্নতি  না দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে  রেফার্ড করার পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৩১   ৬৬৭ বার পঠিত   #  #  #  #