
রবিবার, ৫ জুলাই ২০২০
মেস মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
Home Page » শিক্ষাঙ্গন » মেস মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসিরপ্রতিবেদক বঙ্গনিউজঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া আদায়ে মেস মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের মাধ্যমে পাঠানো এক বক্তব্যে উপাচার্য বলেন, ‘বাংলাদেশ তথা সারাবিশ্বে কোভিড-১৯ মহামারিতে প্রতিদিন আক্রান্ত ও প্রাণহানির সংখা বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে মেসে অবস্থানকারী অধিকাংশ শিক্ষার্থী বর্তমানে তাদের নিজ বাড়িতে অবস্থান করছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের বেশ কয়েক মাসের ভাড়া বকেয়া পড়েছে, যা পরিশোধে হিমশিম খাচ্ছে তারা।’
এ অবস্থায় ভাড়া পরিশোধে শিক্ষার্থীদের চাপ না দেওয়ার জন্য মেস মালিকদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
বাংলাদেশ সময়: ২০:২৯:২২ ৫৩০ বার পঠিত #মেস মালিকদের #মেস মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্য #সহানুভূতিশীল হওয়ার আহ্বান্জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির