শুক্রবার, ৩ জুলাই ২০২০

শোকবার্তা

Home Page » Wishing » শোকবার্তা
শুক্রবার, ৩ জুলাই ২০২০



জেষ্ঠ্যপুত্র মেজর ডা. খোশরোজ সামাদ এর সঙ্গে
করোনার সাথে দীর্ঘ লড়াই শেষে সম্মিলিত সামরিক হাসপাতালে সৈয়দা সুফিয়া সামাদ ( ৭২) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে বনানীস্থ সামরিক কবরস্থানে সমাহিত করা হয়।
মরহুমা রাজশাহী মহিলা কলেজের প্রথম নির্বাচিত ভিপি ছিলেন।তৎকালীন রক্ষণশীল দিনে তিনি টেবিল টেনিস খেলায়,মঞ্চ নাটকে বিশেষ সাফল্য প্রদর্শন করেন।
তাঁর সবামী আব্দুস সামাদ একজন প্রাক্তন প্রথিতযশা ব্যাংকার। রত্নগর্ভা মরহুমার জেষ্ঠ্যপুত্র মেজর ডা. খোশরোজ সামাদ বংগ নিউজ ডটকমের নিয়মিত কলামিস্ট। কন্যা ডা.খুরশিদা সামাদ বরেণ্য হিস্টোপ্যাথলজিস্ট। কনিষ্ঠ পুত্র প্রকৌশলী খুররম সামাদ বহুজাতিক একটি কম্পানির পদস্থ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:০৩   ৭৫০ বার পঠিত   #  #  #