শুক্রবার, ৩ জুলাই ২০২০
সূর্য আলো দেয় কেন ? - সমাপ্তি মণ্ডল
Home Page » ফিচার » সূর্য আলো দেয় কেন ? - সমাপ্তি মণ্ডলসূর্য হলো জ্বলন্ত গ্যাসপিন্ড,একটি প্রাকৃতিক (তাপকেন্দ্রিক)পরমানু চুল্লি। এর বাইরের তুলনায় ভেতরের উষ্ণতা স্বাভাবিকভাবেই অনেক বেশি।সূর্যের শরীরটাকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়।আমরা খালি চোখে দেখি সূর্যের ভেতরের অংশ-অস্বচ্ছ এবং খুবই উজ্জ্বল, যার গড় ঘনত্ব পৃথিবীর গড় ঘনত্বের তুলনায় এক-চতুথাংশ।সূর্যের ভেতরে প্রতি সেকেন্ডে বিপুল পরিমান হাইড্রোজেন পরমানু পরস্পরের সঙ্গে জোড়া লেগে হিলিয়াম পরমানুর সৃষ্টি করছে। দেখা গেছে, দুটি হাইড্রোজেন পরমাণু যখন জোড়া লেগে একটি হিলিয়াম পরমাণু গঠন করে তখন বিপুল পরিমাণ শক্তির সৃষ্টি হয়।বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী -সূর্যের ভেতরে প্রতি সেকেন্ডে প্রায় ৬৫.৭ কোটি টন হাইড্রোজেন নিউক্লীয় সংযোজনে ৬৫.২৫ কোটি ঘন হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে। এই রূপান্তরের সময় প্রতি সেকেন্ডে প্রায় ৪৫ লক্ষ টন বস্তুকনা অবলুপ্ত হয়ে শক্তিতে রূপান্তরিত হচ্ছে।এই শক্তিই হলো সূর্যের তড়িৎ চুম্বকীয় বিকিরনের উৎস। সূর্যের বিপুল পরিমাণ বিকিরিত শক্তির মাত্র ২০০ কোটি ভাগের একভাগ এই পৃথিবীতে এসে পৌঁছায়।সূর্য একই ভাবে গত ৫০০ কোটি বছর ধরে শক্তি বিকিরণ করে চলছে। সূর্যের ভেতরে এখনও যে পরিমান রসদ মজুদ হয়েছে তাতে অন্তত আরও হাজার কোটি বছর ধরে সে আলো ও তাপের জোগান দিয়ে যাবে।।
বাংলাদেশ সময়: ৯:১২:৪৫ ৮৮৬ বার পঠিত # #আলো মায়া #শিশুর যত্ন #সূর্য