বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০

ভাঙ্গায় লক ডাউন উপেক্ষা করে চলছে হাট-বাজারের কার্যক্রম

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় লক ডাউন উপেক্ষা করে চলছে হাট-বাজারের কার্যক্রম
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০



লক ডাউন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব উপেক্ষা করে চলছে হাট-বাজারের কার্যক্রম
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় সরকারী বিধি নিষেধের তোয়াক্কা না করে লক ডাউন ঘোষণা থাকা সত্বেও বসেছে হাট-বাজার। স্বাস্থ্যবিধি না মেনে ও সামাজিক দুরুত্ব বজায় না রেখে চলছিল ক্রয়-বিক্রয়। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাবলাতলা বাজারে এ কর্মকান্ড ঘটে।
সরেজমিনে দেখা যায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাজারে ব্যানার টাঙিয়ে অত্র এলাকাটি লক ডাউন ঘোষণা করে রাখেন উপজেলা প্রশাসন। সেই ব্যানার ঘেঁষেই যানবাহনে মালামাল আনায়ন করতে দেখা যায়। বাস ষ্ট্যান্ড থেকে শুরু করে নির্মানাধীন ব্রীজ পর্যন্ত প্রায় সবগুলি দোকান খোলা ছিল। বসেছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের কাঁচা পাকা মালামাল। ক্রয়-বিক্রয়ের সময়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব না মানায় বেড়েই চলছে করোনা ভাইরাস সংক্রমণের প্রবণতা। জনসাধারণ, বাজার কমিটি ও স্থানীয় প্রশাসনের দায়ীত্ব অবহেলায় ঘটতে পারে মহামারী করোনা ভাইরাস সংক্রমনের তিব্রতা দাবী সচেতনদের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান বলেন, এ সম্পর্কে আমার জানা ছিল না। ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৩৭   ৬৯৯ বার পঠিত   #  #  #