মঙ্গলবার, ৩০ জুন ২০২০

ফরিদপুরে করোনায় প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

Home Page » প্রথমপাতা » ফরিদপুরে করোনায় প্রথম পুলিশ সদস্যের মৃত্যু
মঙ্গলবার, ৩০ জুন ২০২০



 উপ পরিদর্শক মোঃ হাফিজুর রহমান

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোর্ট পুলিশের উপ পরিদর্শক মোঃ হাফিজুর রহমান (৫০) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি মাগুড়া জেলার শ্রীপুর এলাকায় বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঐ পুলিশ কর্মকর্তা গত ২৫ জুন তারিখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেয়। এরপর গত ২৭ জুন তারিখে তার করোনা পরীক্ষা রির্পোটে পজিটিভ আসে। এর ভিতর তার শারীরিক অবস্থার অবনতি হলে ঐদিন বিকেলে তাকে ঢাকার ইমপাল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।

এদিকে ঢাকা থেকে তার লাশ প্রথমে ফরিদপুর পুলিশ লাইনস মাঠে জানাজা শেষে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে দাফন করার জন্য। দাফন কার্যে ফরিদপুর জেলা পুলিশের রিজার্ভ অফিসার মোঃ আনোয়ার হোসেন নেতৃত্বে একটি টিম অংশ নেবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:০২:৩২   ৫৪০ বার পঠিত