সোমবার, ২৯ জুন ২০২০
কালবৈশাখীর মেয়ে ৯ -ছোটন্দ্রনাথ চক্রবর্তী
Home Page » সাহিত্য » কালবৈশাখীর মেয়ে ৯ -ছোটন্দ্রনাথ চক্রবর্তীও হাসির ফেরিওয়ালা-
তোমার দেশে সন্ধ্যে কখন নামে
আকাশ ভরা দুঃখ মেঘের খেলা
আমার কেনো যায় না মোটে বেলা।
তোমার আকাশে ওঠে হরেক চাদ
এখানে আমার আধার আধার শুধু
পাই না কেনো তোমার কোমল হাত
ঠোটের কোণে সাত সাগরের জাদু।
আমার মন তো মন্বন্তরের মাঠ
চোখে বসে মরা বেচার হাট
মধুমতিরে ভুলিয়ে রাখি বুকে
একলা কাদে কোমল মাটির ঘাট।
ও হাসির ফেরিওয়ালা-
রাত পোহালে আমার দেশে এসো
গোমড়া নদীর রং মুছে যায় সব
দূরে বসেই নাহয় ভালোবেসো।