সোমবার, ২৯ জুন ২০২০
হারানো শৈশব - মন্জুয়ারা সোনালী
Home Page » বিনোদন » হারানো শৈশব - মন্জুয়ারা সোনালীএই যে এমন শান্ত স্নিগ্ধ
বৃষ্টি ভেজা বিকেল বেলা,
নুইয়ে পড়া সজনে ডালে
চুড়ুই পাখির এমন খেলা
মন হারিয়ে যায়——
কোথায়, কখন কোন সুদূরে হায়!
সেই যে সবুজ,যেমন অবুঝ
শিশির ভেজা গাঁয়।
হায়,কোন সে সুদূর
যেমন মধুর,
কাঠফাটা রোদ, নেই তবু বোধ
দাপিয়ে ছোটা গাঁয়ের মাঠে,
এক দৌড়ে নদীর ঘাটে।
ধরতে গিয়ে চুনোপুঁটি,
কাদায় কাদায় লুটোপুটি।
বৃষ্টি হলে বানিয়ে ছাতা,
কলার পাতা,কচুর পাতা
চড়ুইভাতি,মাতামাতি,
রেশমি চুড়ি,রঙিন ঘুড়ি
কোচড় ভরা মুড়কি মুড়ি
গোল্লাছুট আর বৌচি খেলা,
মার বকুনি সাঁঝের বেলা,
ফুল বাতাসা,রঙিন আশা
ফুরিয়ে গেল সব
সেই যে আমার হারানো শৈশব।
************
বাংলাদেশ সময়: ২০:৪৮:৫৫ ৬৪৯ বার পঠিত #বাংলা কবিতা #বাংলা শ্রেষ্ঠ কবিতা #বাংলাদেশের কবিতা #মন্জুয়ারা