সোমবার, ২৯ জুন ২০২০
রাষ্ট্রয়াত্ত ২৫ টি পাটকল বন্ধের ঘোষনায় সভা-সমাবেশ -মানববন্ধন অব্যাহত
Home Page » অর্থ ও বানিজ্য » রাষ্ট্রয়াত্ত ২৫ টি পাটকল বন্ধের ঘোষনায় সভা-সমাবেশ -মানববন্ধন অব্যাহতরাজু প্রতিবেদক বঙ্গনিউজঃ
ক্রমাগত লোকশান গুনতে থাকা দেশের ২৫ টি রাষ্ট্রায়াত্ত পাটকল গোল্ডেন হ্যান্ডশেক প্রদানের মাধ্যমে বন্ধের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছে বস্ত্র ও পাট মন্ত্রনালায়। ব্স্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন দেশের ২৫ টি রাষ্ট্রায়াত্ত পাটকলের স্থায়ী শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক প্রদানের মাধ্যমে পাটকল বন্ধ করে দেওয়া হবে। এজন্য সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে পাটকল শ্রমিকদের মাঝে উদ্বেগ -উৎকন্ঠা দেখা দিয়েছে। শ্রমিকরা তাদের পরিবার নিয়ে এই সংকটাপন্ন মূহুর্তে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। এদিকে মন্ত্রনালয় থেকে যে গোল্ডেন হ্যান্ডশেক প্রদানের কথা বলা হয়েছে তা নিয়ে শ্রমিকদের মাঝে সংশয় দেখা দিয়েছে। তারা বলছে তাদের পাওনা টাকা যদি এক কিস্তির মাধ্যমে প্রদান করা হয় তাহলে তারা কিছুটা আশাবাদী হতে পারে। কিন্তু তারা বলছে তাদের পাওনা অর্থ যদি কয়েক কিস্তিতে এবং অর্থ প্রদানের পূর্বেই পাটকল বন্ধ করে দেওয়া হয়, তাহলে তাদের পাওনা টাকা প্রাপ্তির অনিশ্চয়তা দেখা দিবে।
এদিকে পাটকল বন্ধের প্রতিবাদে ও এককালীন পাওনা অর্থ প্রাপ্তির নিশ্চয়তা চেয়ে পাটকল শ্রমিকদের সভা-সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। আজ স্টার জুট মিলস্ লিমিটেড এর সামনে গিয়ে দেখা যায় শ্রমিকরা রাস্তা অবরোধ করে সারিবদ্ধ ভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে।
তাদের কয়েকজনের সাথে কথা বলে করোনার এই মহামারী সময়ে এমন সমাবেশ তাদের স্বাস্থ্য ও করোনা ঝুঁকি বাড়িয়ে দিবে কিনা জানতে চাওয়া হয়,তখন শ্রমিকরা বলেন অবশ্যই তারা তাদের স্বাস্থ্য নিয়ে আতঙ্কিত। কিন্তু তারা আরও বলেন পাটকল বন্ধ হয়ে গেলে আর তাদের পাওনা অর্থ না পেলে তারা তাদের পরিবার নিয়ে না খেয়ে মারা যাবে। সব মিলিয়ে রাষ্ট্রায়াত্ত পাটকলের শ্রমিকরা করোনা এই মহামারীর মধ্যে আরও ঝুঁকি ও উৎকন্ঠার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছে। বস্ত্র ও পাট মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক প্রদানের পর সরকারি -বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে পাটকলগুলোকে আধুনিকায়ন করে উৎপাদনমুখী করা হবে।
বাংলাদেশ সময়: ১২:৫০:১৬ ৬২২ বার পঠিত #রাষ্ট্রয়াত্ত ২৫ টি পাটকল বন্ধের ঘোষনায় সভা-সমাবেশ -মানব