রবিবার, ২৮ জুন ২০২০
ভাঙ্গায় পৃথক স্থান থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় পৃথক স্থান থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক ঘটনায় মৃত্যু বরণকারী অজ্ঞাত এক নারী ও এক বৃদ্ধ পুরুষের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। উপজেলা পরিষদ সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ ও চুমুরদী মধ্যপাড়া থেকে পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত্যু বরণকারী পুরুষ হলেন, চুমুরদী ইউনিয়নের চুমুরদী মধ্যপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিন শেখের ছেলে আঃ রব শেখ (৬৫)।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়, রোববার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে বিষপান করে বৃদ্ধের মৃত্যু হয়েছে এমন সংবাদের ভিত্তিতে চুমুরদী মধ্যপাড়া থেকে পুরুষের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান বলেন, খবর পেয়ে পৃথক স্থান থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ দু’টি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’টি মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৫১:৫২ ৯৪৪ বার পঠিত #ফরিদপুর #ভাঙ্গা #মরদেহ উদ্ধার