শুক্রবার, ২৬ জুন ২০২০
বাইনচাপড়া হাওরে নৌকা ডোবে জেলে নিহত
Home Page » সারাদেশ » বাইনচাপড়া হাওরে নৌকা ডোবে জেলে নিহতসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বাইনচাপড়া হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে সকাল সাড়ে ৯ টায় নৌকা ডোবে এক জেলে নিহত হয়েছেন।
নিহত জেলে জাহাঙ্গীর আলম (২৫) বংশীকুন্ডা (দঃ)ইউনিয়নের হামিদপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।এছাড়াও তার সাথে থাকা আরেক জেলে একই গ্রামের আব্দুল খালেকের ছেলে কালন আহত হয়েছে বলে জানান বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য চান মিয়া।
বাংলাদেশ সময়: ১২:২৪:১০ ১০৭৩ বার পঠিত