সোমবার, ২২ জুন ২০২০

বাস্তবতা!

Home Page » বিবিধ » বাস্তবতা!
সোমবার, ২২ জুন ২০২০



---

এমন কাউকে অবহেলা করা উচিত নয়,
যে তোমাকে সত্যিকারের ভালবাসে।
এমন কারো সাথে প্রতারণা করা উচিত নয়,
যে তোমার জীবনের সত্যিকারের আলো।
এমন কাউকে ব্যস্ততা দেখানো উচিত নয়,
যে তোমাকে সত্যিকারের কাজের ব্যস্ততা শিখিয়েছে।
এমন কাউকে তিরস্কার করা উচিত নয়,
যে তোমার সত্যিকারের কৃতজ্ঞতার দাবি রাখে।
এমন কাউকে ভুলে যাওয়া উচিত নয়,
যে তোমার সবসময়ের সাথী।
এমন কাউকে ছেড়ে যাওয়া উচিত নয়,
যে তোমার হাজার অন্যায় আবদার, অপমান,অবহেলা সবটা সয়ে যায়।
কারণ,
যে ছেড়ে যায়,সে দুইদিনের অতিথি মাত্র
ভালবাসা নয়,স্বার্থই বড়।
তবে,অনেকের জীবন ভিন্ন প্রেক্ষাপট।
যে থেকে যায়,সে কখনো অতিথি হতে পারেনা।
ভালবাসাই মূল, তাই তো মেনে নেয় সবটা।
মিম

শিক্ষার্থী ,ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ সময়: ২০:৪৬:৪৬   ৭২৪ বার পঠিত