সোমবার, ২২ জুন ২০২০

মহামারীতে গরীবের পাশে সাবেক ডাকসু নেতা

Home Page » জাতীয় » মহামারীতে গরীবের পাশে সাবেক ডাকসু নেতা
সোমবার, ২২ জুন ২০২০



 ---

প্রতিবেদক বঙ্গনিউজঃ 

এবার রিক্সা, ভ্যান, সিএনজি, ট্রাক্টর, টমটম চালক ভাইদের জন্য উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে সাবেক ডাকসু নেতা সাদ বিন কাদের চৌধুরী ও তার সহকর্মীরা।

কাদের সহযোগিতা চেয়ে বলেন,
কেউ চাইলে আমাদের খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করতে পারেন। এই সংকটে আমরা ভাই-বন্ধু হয়ে একে অপরের পাশে থাকব!
আমরা সবাই মিলে এই সংকট মোকাবেলা করবো ইনশাল্লাহ!

গতকাল সারারাত ধরে তারা কাজ করেছেন । আজকের মধ্যে ভালবাসার উপহার পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর!

---

রিক্সা, ভ্যান, সিএনজি, ট্রাক্টর, টমটম ভাইদের জন্য তাদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

তিনি খুশি হয়ে বলেন,
মানুষের পক্ষ থেকে ভালবাসার উপহার পৌঁছে যাক সবার মাঝে!
রিক্সা, ভ্যান, সিএনজি, ট্রাক্টর, টমটম ভাইদের জন্য আমাদের ভালবাসার উপহার  পৌঁছে দিতে পেরে ভালো লাগছে।

---

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪৩   ৪৩৮ বার পঠিত