বঙ্গনিউজ ডটকমঃ
তহবিল শূন্য হওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বিশেষ চিকিৎসা ভাতা আপাতত বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থমন্ত্রণালয়ের পরামর্শক্রমেই এই ব্যবস্থা বন্ধ করা হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা জানান, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে বিলের জন্য চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র আইন মন্ত্রণালয়ে জমা দিতেন। আইন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল কিংবা দরিদ্রদের জন্য নির্ধারিত ত্রাণ তহবিল থেকে এ টাকা পরিশোধ করার প্রস্তাব প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হতো। এভাবে ২১ জন বিচারপতি ২ কোটি ১৭ লাখ টাকা নিয়েছেন। একাধিক বিচারপতি ১০ লাখ থেকে শুরু করে ৩০ লাখ টাকাও নিয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে মৌখিকভাবে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো বিচারপতি চিকিৎসা বিল জমা দিলে সেটা যেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে না পাঠানো হয়।এরপর থেকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে বিচারপতিদের ব্যয় করা বিশেষ চিকিৎসা বিল আইন মন্ত্রণালয়ে আসেনি।
আইন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরো জানান, বেতন-ভাতার বাইরে অন্যান্য সুযোগ-সুবিধার আওতায় বিচারপতিরা নির্বাহী বিভাগ থেকে বিশেষ চিকিৎসা বিল নিয়ে আসছেন। এ বিলের মধ্যে সর্বনিম্ন ৭১ হাজার টাকা আর সর্বোচ্চ ২৪ লাখ ৭৪ হাজার টাকাও নিয়েছেন অনেক বিচারপতি।
বিশেষ চিকিৎসা বিল নেওয়া এই তালিকায় রয়েছেন সাবেক প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন, সাবেক প্রধান বিচারপতি মোঃ তোফাজ্জল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করীম, আপিল বিভাগের বিচারক (স্বেচ্ছায় অবসরে যাওয়া) বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক প্রমুখ।
বিচারপতিদেরকে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে টাকা দেওয়া হলেও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ২০০৯ সালের ২৩ জুলাই দশ লাখ ও ২০১০ সালের ১১ জানুয়ারি ১ লাখ ৩১ হাজার টাকা নিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গরিবদের জন্য নির্ধারিত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ অর্থ দিয়েছেন বলে জানান আইন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।
আপিল বিভাগের বর্তমান এক জ্যেষ্ঠ বিচারপতিও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৩ লাখ টাকা চিকিৎসা বিল বাবদ গ্রহণ করেছেন বলে জানান ওই কর্মকর্তা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের অর্থে বিচারপতিগণের চিকিৎসা বিল পরিশোধ করা সম্ভব না হওয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা বিল দেওয়া হয়। এরপরই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মোটা অংকের বিশেষ চিকিৎসা বিল আপাতত দেওয়া হচ্ছে না।
বিচারপতিদের বিশেষ চিকিৎসা বিল না দেওয়ার বিষয়ে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যতটুকু জানি সম্মানিত বিচারপতিরা চিকিৎসা বিল পাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে এটা এখনো বন্ধ করা হয়নি।
উল্লেখ্য, চিকিৎসাবাবদ বিচারপতিরা এ বিশেষ ভাতা গ্রহণ করে থাকেন। |