সোমবার, ২২ জুন ২০২০
“দেখা যেন পাইগো বন্ধু আমার মরণ কালে” -রাধা বল্লভ রায়
Home Page » সাহিত্য » “দেখা যেন পাইগো বন্ধু আমার মরণ কালে” -রাধা বল্লভ রায়দেখা যেন পাইগো বন্ধু
আমার মরণ কালে
নামটি তোমার লিখে দিও
আমার কপালে ।
ক্ষমা কর ওগো বন্ধু
দুঃখ যদি পাও
মনে রেখ নামটি আমার
ভুলে নাহি যাও।
হৃদয় খাতার একটি পাতায়
নামটি লিখে রেখ
ভুলে যদি যাওরে বন্ধু
পাতা খুলে দেখ।
কালি যদি নাইগো বন্ধু
তোমার কলমে
পাঠিয়ে দেব বুকের রক্ত
লিখবে মরমে।
মরিবার কালে যদি
দেখা নাহি দাও
মাথার দিব্যি দিলেম বন্ধু
একবার দেখে যাও।
বাংলাদেশ সময়: ১১:১৫:৪০ ৫৬২ বার পঠিত # #কবিতা #বাংলা কবিতা #রাধা বল্লভের কবিতা #শ্রেষ্ঠ কবিতা