রবিবার, ২১ জুন ২০২০
ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমান চলাচল শুরু
Home Page » জাতীয় » ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমান চলাচল শুরু
প্রতিবেদক বঙ্গনিউজঃ
করোনাভাইরাস মহামারির কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রোববার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমান চলাচল শুরু হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (পিআর) তাহেরা খন্দকার বলেন, ‘দুপুর ১২টা ২ মিনিটে ১৮৭ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছে।’
তিনি বলেন, প্রতি সপ্তাহে একদিন শিডিউল ফ্লাইট যাবে (প্রতি রবিরার)। আর লন্ডন থেকে ঢাকা আসবে প্রতি সোমবার।
এর আগে গত ১৮ জুন বিমানের এমডি ও সিইও মোকাব্বির হোসেন জানান, রবিবার থেকে সপ্তাহে একদিন ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।
আগ্রহী যাত্রীদের ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭:১৬:২৭ ৪৩৯ বার পঠিত #ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমান চলাচল শুরু #ঢাকা-লন্ডন-ঢাকা রুটের বিমান #বিমান চলাচল শুরু